সংবাদ

মালয়েশিয়ায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) এর ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

যারা খালিসভাবে দ্বীনের খিদমত করেন তারাই অধিক সফল - আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারি অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, জীবনে সেই ব্যক্তি অধিক সফল যিনি খালিসভাবে, নিজেকে গোপন রেখে দ্বীনের কাজ করেন। তিনি বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. সারাজীবন দ্বীনী খিদমতে নিবেদিত ছিলেন। তাঁর রেখে যাওয়া সকল কাজ পরবর্তী প্রজন্মের মাঝে পৌঁছে দেয়া আমাদের প্রধান দায়িত্ব। বিশেষ করে মানুষের নামায বিশুদ্ধ হওয়া জন্য বিশুদ্ধ কিরাতের শিক্ষা বিস্তারে আমাদের মনোযোগী হওয়া উচিত।

তিনি প্রবাসীদেরকে অনেক কষ্টের কাজের মাঝেও দ্বীন এবং ইসলামের পথ থেকে বিচ্যুত না হয়ে সর্বাবস্থায় মহান আল্লাহর হুকুম আহকাম পালনের আহবান জানান।

তিনি গত রবিবার মালয়েশিয়ায় কুয়ালালামপুরে মেট্রোপল হোটেলে আনজুমানে আল ইসলাহ মালয়েশিয়ার উদ্যোগে ‘আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

আনজুমানে আল ইসলাহ মালয়েশিয়ার সভাপতি মুহাম্মাদ এনামুল হকের সভাপতিত্বে ও আমজাদ হোসেন সুইটের সঞ্চালনায় মাহফিলের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন সালেহী, মালয়েশিয়ান দাতু শারুদ্দিন বিন উমর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ মালয়েশিয়া’র সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সুহেল, সহ-সাধারণ সম্পাদক রেজাউল হক সাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাইদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে নব গঠিত মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দকে শপথ পাঠ করান অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।

মাহফিলে মালয়েশিয়ায় বিভিন্ন এলাকায় বসবাসরত আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ (র.) মুরিদ্বীন-মুহিব্বিন গন উপস্থিত ছিলেন।
দেশ, জাতি ও প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *