আ’মল

চল্লিশ হাদীস: মাওলানা মোঃ ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

চল্লিশ হাদীস
লেখক : মাওলানা মোঃ ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
প্রকাশনায় : ফুলতলী পাবলিকেশন্স, জকিগন্্জ, সিলেট
প্রকাশকাল: মার্চ ২০১২ ঈসায়ী, রবিউস সানী ১৪৩৩ হিজরী

দ্বীনী বিষয় সম্পর্কে চল্লিশটি হাদীস নিয়ে কিতাব সংকলন বুযুর্গানে কিরামের অন্যতম রীতি। এ রীতির অনুসরনে ইমাম বুখারী (র.)-এর সহীহ বুখারী থেকে নির্বাচিত চল্লিশ হাদীস নিয়ে একটি কিতাব সংকলন করেছেন মুজাদ্দিদে যামান, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী (বড় ছাহেব কিবলাহ ফুলতলী)। এ কিতাবে লেখক যে সব বিষয়ে হাদীস সন্নিবেশিত করেছেন করেছেন তা হলো- জুমআর দিন গোসলের গুরুত্ব, জামাতে নামাযের ফযীলত, নামাযে কাতার সোজা করা জরুরি, নামাযের দ্বারা গোনাহ মাফ হয়, শয়তানের গিরা, ইসলামের বুনিয়াদ, বিধবা ও মিসকিনকে সাহায্য করার ফযীলত, সূরা ফাতিহার মরতবা, আমিন বলার ফযীলত, সূরা এখলাসের ফযীলত, মুয়াযযিনের মর্যাদা, যিক্রের ফযীলত, সায়্যিদুল ইস্তিগফার, তাহলিলের ফযীলত, জান্নাতের শুভ সংবাদ, জান্নাতের আশা, নেক ইরাদার ফল, উত্তম আকাক্সক্ষা, ঘুমাইবার পূর্বে দু‘আ, সুস্বপ্ন ও দুঃস্বপ্ন, স্বপ্নে রাসূল (সা.)-এর দীদার লাভ, সাহাবাগণের মর্যাদা, সাহাবা, তাবিঈন ও তাবে তাবিঈনের মর্যাদা, দু‘আ কবূল হওয়ার জন্য জরুরি বিষয়, এতীম প্রতিপালনের সুফল, নিম্নস্তরের মানুষের প্রতি দৃষ্টিপাত, এমন হও যেমন একজন অজ্ঞাত পরিচয় মুসাফির, অন্ধ ব্যক্তির ধৈর্যধারণের সুফল, মধুর উপকারিতা, মায়ের হক, বৃক্ষরোপণের ফযীলত, বৃদ্ধের মনে দুনিয়ার মোহ, ক্ষুদ্র অপরাধ থেকে দূরে থাকা, যবান, মেহমান ও প্রতিবেশীর হক, আজওয়া খেজুরের গুণ, জুতা পরার নিয়ম,প্রকৃত ধনবান ব্যক্তি, সায়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দৃষ্টিতে দুনিয়ার সম্পদ, আমানতের যিম্মাদারের সওয়াব এবং হযরত ফাতিমা (রা.)-এর শান।
কিতাবের শুরুতে রয়েছে লেখকের ‘ভূমিকা’। শেষে পরিশিষ্ট অংশে লেখকের রচিত অন্যান্য গ্রন্থ থেকে কয়েকটি বিষয় সংযুক্ত করা হয়েছে। এ অংশে রয়েছে- হাদীস শরীফের অনুবাদ পাঠকারীগণের প্রতি নিবেদন, হাদীস তলবের উদ্দেশ্যে সফর, মুরাকাবা, সাহাবায়ে কিরামের প্রতি বিদ্বেষ পোষণকারীদের প্রতি, সাহাবাগণের শত্রুর পরিণাম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মহব্বতের বাঁধনে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, যিয়ারতের গুরুত্ব, ইমাম আযম (র.)-এর যিয়ারতে ইমাম শাফী (র.), বেহেশতের খেজুর গাছ, মাতৃ অভিশাপ, রাহমাতুল্লিল আলামিনের মুবারক হাতের পরশ, মহাসত্য প্রকাশিত হল ইঞ্জিল বারনাবাস থেকে, মধুর উপকারিতা, ইমাম আযম আবূ হানীফা (র.) সম্পর্কে কিছু কথা এবং অন্তিম ইচ্ছা।
এ কিতাবটিতে উল্লেখিত প্রত্যেক হাদীসের সাথে বাংলা অনুবাদ রয়েছে। এটি সর্বস্তরের পাঠকের জন্য অত্যন্ত উপকারী।

-মোহাম্মদ নজমুল হুদা খান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *