ভিডিও

মীলাদ-কিয়াম ও উলামায়ে দেওবন্দ

মীলাদ-কিয়াম ও উলামায়ে দেওবন্দ হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী (বড় ছাহেব কিবলাহ্ ফুলতলী) মিলাদ ও কিয়াম সম্পর্কে দেওবন্দি উলামায়ে কিরামের প্রখ্যাত বুযুর্গ হযরত ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (রহ) এর অভিমত এবং তাঁর কাশফের দক্ষতা সম্পর্কে আলোচনা করেন। তিনি পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) গ্রান্ড মুফতি ও এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম খতিব শাইখ মুফতি আল্লামা আমীমুল ইহছান (রহ) এর মজলিসে হৃদয়স্পর্শী মিলাদ মাহফিলের বর্ণনা করেন। তাছাড়া তিনি শীর্ষস্থানীয় দেওবন্দি বুযুর্গ মাওলানা মশাহিদ আহমদ বায়মপুরী (রহ) সম্পর্কে উল্লেখ করেছেন, যিনি ভারতের প্রখ্যাত বুযুর্গ মাওলানা শাহ ইয়াকুব বদরপুরী (রহ) এর খলিফা ছিলেন।

Hadhrat Allamah Imaduddin Chowdhury (Boro Saheb Qiblah Fultali) gives a glimpse on the permissibility of Milad & Qiyam according to Haji Imdadullah Muhajir Makki (R.A), the highest authority of Dewband Ulama. He also describes the Milad Mahfil in the presence of Shaykh Mufti Allamah Amīmul Ihsān (R.A), the grand Mufti of East Pakistan (Bangladesh), and the first Khateeb of National Mosque Baitul Mukarram, Dhaka. He also mentions Mawlana Mushahid Ahmed Bayompuri (R.A) who was a khalifa of a great man of Allah Mawlana Shah Yaqub Badarpuri (R.A) of India.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *