সংবাদ
মৌলভীবাজার সরকারী কলেজ তালামীযের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
জ্ঞানের দিকে জাগ্রত ব্যক্তিই শেষ হাসি হাসে : ড. মাওলানা আহমদ হাসান চৌধুরী
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা ড. আহমদ হাসান চৌধুরী বলেছেন, জ্ঞানের দিকে দায়িত্ববোধ জাগ্রত ব্যক্তিই শেষ হাসি হাসতে পারে। জীবনে অনেক মরিচিকা আসে সেটার দিকে মনোযোগী হলে মনজিলে যাওয়া যাবে না। যেকোনো বিষয়ের গভীরে যারা পৌঁছে যায় সমাজে তারাই সম্মানিত।
গতকাল ১৪ জুলাই শনিবার মৌলভীবাজার সরকারি কলেজ তালামীয আয়োজিত কলেজ অডিটোরিয়ামে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, কুশিক্ষা অশিক্ষার চেয়েও বেশি ক্ষতিকর। সমাজে যখন সংগঠনের নামে শিক্ষার্থীদের বিভ্রান্তির অতল গহ্বরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ফুলতলী ছাহেব তালামীয প্রতিষ্ঠা করেছিলেনন। তালামীযের শিক্ষা হচ্ছে বাবা মায়ের প্রতি দয়ার নজর রাখা, শিক্ষকের সাথে ভালো আচরণ করা, সহকর্মীদের সাথে ও অন্য ধর্মের প্রতি সদআচরণ করতে হবে।
কলেজ তালামীযের সভাপতি দেলোয়ার হোসেন সিবারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের পরিচালনায় নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় তালামীযের সভাপতি রেদ্বওয়ান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাওলানা মুফতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা এম.এ. আলিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. হাফিজ আলাউর রহমান টিপু, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজী প্রভাষক নোমান আহমদ, কেন্দ্রীয় তালামীযের প্রশিক্ষণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, জেলা তালামীযের সভাপতি মো. আব্দুল জলিল, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শেখ কাদের আল হাসান।
উপস্থিত ছিলেন জেলা আল ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, অফিস সম্পাদক শফিকুল আলম সোহেল, সাবেক জেলা তালামীযের সভাপতি মো. নিলুর রহমান, জেলা তালামীযের সহসাধারণ সম্পাদক রাজন আহমদ, সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল ইসলাম, প্রচার সম্পাদক কাওছার আহমদ, অর্থ সম্পাদক শফিউল আলম জুবেল, জেলা তালামীয নেতা আব্দুল মোহাইমিন ফাহাদ, মামনুর রশিদ, আলী রাব্বী রতন প্রমুখ।