
বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
রোববার বাদ মাগরিব ধর্মমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্মমন্ত্রী মতিউর রহমান এই ঘোষণা দেন।
এর আগে সৌদি আরব শনিবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার দাবি করেছে। তাই আগামী ২০ আগস্ট মঙ্গলবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ২১ আগস্ট সেখানে ঈদুল আজহা পালন করা হবে।
শনিবার দেশটির সর্বোচ্চআদালত জানিয়েছেন, ১২ আগস্ট (রোববার) হচ্ছে জিলহজ মাসের প্রথম দিন। অর্থাৎ জিলকদ মাসের শেষ দিন হচ্ছে ১১ আগস্ট (শনিবার)।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এসব তথ্য জানায়।
সৌদী আরবের অনুসরণে মধ্যপ্রাচ্যসহ ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশেও আগামী ২১ আগস্ট মঙ্গলবার ঈদুল আদ্বহা উদযাপিত হবে।
কিছু কিছু দেশ আবার স্থানীয়ভাবে চাঁদ দেখার উপর ভিত্তি করে আগামী ২২ আগস্ট বুধবার ঈদুল আদ্বহা উদযাপন করবে। ইংল্যান্ডের মুসলমানদের অনেকেই মঙ্গলবার আবার অনেকে বুধবার ঈদুল আদ্বহা উদযাপন করবেন।