সংবাদ

কেবল টুপি পাঞ্জাবিই নয়, ইসলামের প্রকৃত নিশান হলো উত্তম আখলাক

ময়মনসিংহে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

ময়মনসিংহে এক আলোচনা সভায় আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, দিনে দিনে ঈমানদারদের সংখ্যা কমে যাচ্ছে। মানবতা উঠে যাচ্ছে। মনে রাখবেন, কেবল টুপি-পাঞ্জাবীই ইসলামের নিশান নয়, ইসলামের প্রকৃত নিশান হল উত্তম আখলাক। তাই, শুধু নামাজ দিয়ে পরকালে বাঁচা যাবে না। বাঁচতে হলে ঈমানদার হতে হবে। তিনি আরো বলেন, ডিজিটালের কারনে এখন ফজরের নামাজে মুসল্লী কমে গেছে। সবাই এখন ফেইসবুকে ব্যস্ত। যখন দেশের পুলিশের হাতে ডিজিটাল অস্ত্র ও যন্ত্রপাতি থাকবে। মানুষকে প্রকৃত নিরাপত্তা দিতে পারবে, তখন দেশ ডিজিটাল হবে বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটরিয়ামে উপমহাদেশে ইসলাম প্রচারে আউলিয়া কেরামগণের অবদান র্শীষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সৈয়দপুরের ময়দানে আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) আপন শরীরের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। তিনি কোনো সম্মান বা সম্পদের জন্য রক্ত দেন নি। তিনি তার মতের ওপর অটল ছিলেন। তাঁর মত হলো নবী আমাদের মতো সাধারণ মানুষ নন, তারা বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ, তিনি বলেছেন কোরআন শরীফের একটি হরফ দ্বোয়াদ হবে, তারা বলছে যোয়া।

ইহ ও পরকালীন মুক্তির জন্য যুগে যুগে নবী ও রাসুলগণের আগমন ঘটেছিল এ ধরাধামে। নবী মোহাম্মদ (সা:) আসার মধ্য দিয়ে নবী-রাসুল আসার পথ বন্ধ হয়ে যায়। আর কোন নবী বা রাসুল আসবেন না। কিন্তু আল্লাহর দ্বীন প্রচারে ও পথহারা মানুষকে সঠিক পথের সন্ধান দিতে নবীদের উত্তারাধীকার আওলিয়ায়ে কেরামগণ যুগে যুগে আগমন করবেন। ইয়েমেনের অধিবাসী হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামনী (রাহ.) ইসলাম প্রচারে আসলেন সিলেট। তাঁর পবিত্র পদধুলি পেয়ে সিলেট হয়ে গেল আধ্যাত্মিক রাজধানী। সিলেটের জমিনে হযরত শাহজালাল (রাহ.)-এর স্বার্থক উত্তর পুরুষ হচ্ছেন জামানার মুজাদ্দিদ শামছুল উলামা আল্লামা মোহাম্মদ আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (রাহ.)।

এ সময় দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আয়োজনে সংগঠনের অডিটর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বীর আহামদ মোমতাজী।

এ সময় মাওলানা শাব্বীর আহামদ মোমতাজী বলেন, জমিয়াতুল মোদার্রেছীন আউলিয়া ক্বেরামগণের সমর্থনে কাজ করছে। এবং ঐক্যবদ্ধা ভাবে সুন্দর সমাজ গঠনেও বদ্ধপরিকর। তিনি আরো বলেন, বর্তমান সরকার মাদরাসা শিক্ষায় আলেম সমাজের অধিকাংশ দাবি ইতিমধ্যে পূরণ করেছে। বাকিগুলোও পর্যায়ক্রমে পূরণ কবে। জমিয়াতুল মোদার্রেছীন সে লক্ষ্যে সব সময়ই সচেষ্ট রয়েছে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অ্যাড.আনিছুর রহমান খান, ড.ওমর ইবনে হাসান, মাওলানা শহীদুল্লাহ পাঠান, মাওলানা ছাইদুর রহমান, মাওলানা কুতুব উদ্দিন আনসারী, মাওলানা আবুল কালাম আজাদ, প্রিন্সিপাল মাওলানা ড. ইদ্রিস খান, অ্যাড.আওরঙ্গজেব বেলাল প্রমূখ।

এর আগে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ময়মনসিংহ বিভাগের আহবায়ক সৈয়দ তোফায়েল উদ্দিনের সভাপতিত্বে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো: আক্কাছ উদ্দিন ভূইয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *