সংবাদ
ইংল্যান্ডের ওল্ডহ্যামে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ এর ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত
আউলিয়ায়ে কিরামের আলোচনা আল্লাহর রহমত প্রাপ্তির মাধ্যম

শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) এর ১১তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের উদ্যোগে দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের কনফারেন্স হলে এক ঈসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয় গত ৮ জানুয়ারি মঙ্গলবার।
আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন এর প্রেসিডেন্ট মাওলানা আবদুল মতিনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানের উপস্থাপনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) এর সুযোগ্য নাতি ও দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীন আলেমে দ্বীন, শাহজালাল জামে মসজিদ কিথলীর ইমাম ও খতীব হযরত মাওলানা ফখরুল ইসলাম, ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা মুফতী শাহজাহান মাহমুদ প্রমুখ।
বক্তাগণ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ এর জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন। তাঁরা বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহিমাহুল্লাহ্ ছিলেন সর্বগুণে গুনান্বিত একজন ব্যক্তিত্ব। হাদিস, তাফসীর, ফিকহ, তরিকত ও সহীহ কুরআন শরীফের তেলাওয়াতের খেদমতে তাঁর অবদান বিশ্বব্যাপী এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। খেদমতে খালক্ব তথা আর্ত-মানবতার খেদমতে তিনি ছিলেন নজিরবিহীন এক অনন্য ব্যক্তিত্ব। ইসলামি শিক্ষা বিস্তারে, নোংরা রাজনীতির কবল থেকে জাতিকে রক্ষায় তার সময়োপযোগী পদক্ষেপের কথা বাংলাদেশের মুসলমানরা কখনও ভুলবেনা। বক্তাগণ বলেন, নিঃসন্দেহে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ একজন আল্লাহর ওলী। আর আউলিয়ায়ে কিরামের আলোচনা আল্লাহর রহমত প্রাপ্তির মাধ্যম।
শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহিমাহুল্লাহ্ এর ঈসালে সাওয়াব উপলক্ষে আয়োজিত এ মাহফিলে খতমে কুরআন, যিকর, মিলাদ শরীফ ও বিশেষ দু’আ অনুষ্ঠিত হয়।
নর্থ ওয়েস্টের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক আলেম উলামা ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর মুহিব্বীন মুরিদীন এতে উপস্থিত হন।
কারী নজমুদ্দীনের কুরআন তিলাওয়াত ও কারী গিয়াস উদ্দিনের নাত পাঠের মাধ্যমে সূচিত মাহফিলে আরো উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ওল্ডহ্যাম শাখার প্রেসিডেন্ট হাফিজ মাওলানা আছকির মিয়া, সেক্রেটারি হাফিজ শামসুজ্জামান সুহেল, কিথলী শাখার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার বাবুল মিয়া, গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা কুতুবউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল বছিত আশরাফ, মাওলানা রফীক আহমেদ, হাফিজ আব্দুল বাছিত, মাওলানা বেলালুর রহমান, মাওলানা লুতফুর রহমান, ক্বারী আমির উদ্দিন, শাহজালাল মসজিদ ম্যানচেস্টারের সাবেক চেয়ারম্যান আলহাজ আলাউদ্দিন আহমেদ, হাফিজ শাহজাহান, মাওলানা আবুল কালাম আজাদ, হাফিজ মুহিবুর রহমান, মাওলানা রেদওয়ান উদ্দিন, মাওলানা আবদুল মজিদ, হাফিজ হেলাল খান, মাওলানা আশিকুর রহমান, ক্বারী লিয়াকত আলী, হাজী আরজু মিয়া, মাওলানা লোকমান আব্দাল, হাবীবুর রহমান কাইয়ুম, মুবাশ্বির আলী, হাজী সাব্বির আহমদ, হুমায়ূন আহমেদ, মাজহার আলী, হাজী তারা মিয়া প্রমুখ।