সংবাদ
আল্লামা ফুলতলী (র.) কে নিবেদিত একক কবিতা পাঠ ও গযল সন্ধ্যা অনুষ্ঠান সম্পন্ন
আল্লামা ফুলতলী (র.) ছিলেন এক কালজয়ী ব্যক্তিত্ব -মাওলানা কবি রূহুল আমীন খান
বিশিষ্ট লেখক, কবি ও ইসলামী চিন্তাবিদ, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমীন খান বলেছেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) একজন কালজয়ী ব্যক্তিত্ব। তিনি সত্যিকার অর্থে একজন আশিকে রাসূল, নায়িবে নবী ও মুজাদ্দিদে যামান। ইলমে কিরাত, ইলমে তাফসীর, ইলমে হাদীস ও ইলমে তাসাওউফসহ সর্বক্ষেত্রে তিনি ছিলেন কালজয়ী মহাপুরুষ। তিনি যেমন একজন মহান বুযুর্গ ছিলেন, তেমনি একজন প্রথিতযশা কবি ও লেখক ছিলেন। তাঁর মতো ব্যক্তিত্ব সমকালে খুঁজে পাওয়া বিরল।
গত বুধবার (১৬.০১.১৯) লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট এর উদ্যোগে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) কে নিবেদিত একক কবিতা পাঠ ও গযল সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদরাসা পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান মাওলানা নজমুল হুদা খানের সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক নজীর আহমদ হেলালের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি মুহিবুর রহমান, সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, মাদরাসা পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ মো. তালিমুল ইসলাম, সদস্য মাওলানা তরিকুল ইসলাম ও হুলিয়ারপাড়া মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী।
অনুষ্ঠানে আল্লামা ফুলতলী (র.) কে নিয়ে একক কবিতা পাঠ ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি মাওলানা কবি রূহুল আমীন খান। গযল পরিবেশন করেন সবুজকুঁড়ি শিল্পীগোষ্ঠীর সদস্য মাওলানা শাহীদ আহমদ, মামুনুর রশিদ, আব্দুল আউয়াল, আবূ সাঈদ মো. সায়েম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ নিকেতন এর ধর্মীয় শিক্ষক মাওলানা এমরান আহমদ, মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা মামুনুর রশিদ, হাফিয ফখরুদ্দীন আহমদ, মাওলানা আফসার উদ্দিন, মাওলানা ছাফিউর রহমান, কারী শামসুদ্দীন আহমদ, কারী মাহফুজুর রহমান, মো. আব্দুন নুর, মাওলানা জুবায়ের আহমদ, মুদ্দাচ্ছির আল আমীন ও হাফিয মোহাম্মদ আলী জায়েদ।