সংবাদ

প্রায় দু‘শো ক্বারীদের পাগড়ী প্রদান ভারতের বদরপুরে

মজলুম মানুষের পাশে দাড়ান- আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

অসহায় মজলুম মানুষের সেবায় আত্মনিয়োজিত হোন। তাদের পাশে দাড়ান। মানুষের আত্মশুদ্ধি সহ নিপীড়িত-বঞ্চিত মানুষের পাশে দাড়াবার বার্তা তরিক্বতের তামাম আকাবিরিনগন দিয়ে গেছেন।-বৃহস্পতিবার হজরত শাহ ইয়াকুব বদরপুরী (র.)এর মাযার শরীফ সংলগ্ন মসজিদে দারুল কিরাতের ছাদিছ ও খামিছ দিত্বীয় বর্ষের উত্তীর্ণ ছাত্রদের মধ্যে পাগড়ী প্রদান ও খানকা মাহফিল উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ লাখো ফুলতলী কাফেলার আধ্যাতিক রাহবার মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। প্রচার বিমুখ আধ্যাত্মিক এই ব্যক্তিত্ব হজরত ইমাম জয়নাল আবেদিন (রাঃ) এর কথা উল্লেখ করে বলেন, তিনি পায়ে হেটে পিঠে করে বিভিন্ন বস্ত্র সামগ্রী নিয়ে অসহায় অনাথ মানুষের পাশে হাজির হতেন। ত্বরিকত পন্থী হিসাবে এবাদত বন্দেগির পাশাপাশি খেদমতে খলক্বে ঝাপিয়ে পড়ার আহবান জানান তিনি। সিলসিলায়ে ফুলতলীর বর্তমান এই রাহবার উপস্থিত সবার শিষ্যত্ব গ্রহণ করে বলেন, পাঁচ ওয়াক্তের নামাজ শান্তি মনে আদায় সহ ছোট দের স্নেহ ও বড়দের সম্মান করতে হবে। তৎসহ দৈনন্দিন যিকির আজকার সহ দুরুদ ও ইস্তেগফার পাঠের অভ্যাস গড়ার আহবান জানান তিনি

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী বলেন, সামগ্রিকভাবে ইসলাম মেনে চলতে হবে। প্রয়োজনে ইসলামে খুজলে চলবে না। প্রতিমুহূর্তে ইসলামের রীতিনীতি স্বরণ করে জীবন কাঠাতে পারলে পরকালে অশেষ শান্তি অপেক্ষা করছে। তিনি আলিম-উলামাদের প্রতি সতর্ক করে বলেন, এজমানার সাধারণ উম্মত আপনাদের দিকেই চেয়ে আছে। আলিম-উলামার পদস্খলন হলে এ উম্মত বিপদগামী হবে। এজন্য দায়ী থাকবেন ধর্মীয় পণ্ডিতরা। তিনি আরও বলেন, কোনো এক বিষয় নিয়ে ইসলামের তুলনা করা চলবে না। ইসলাম জঙ্গিবাদ কখনো সমর্থন করে না। কোনো অন্যায় অবিচারের স্থান ইসলামে নেই। সুতরাং জঙ্গিবাদ, মাজারের নামে ভণ্ডামি, ইসলাম নিয়ে মনগড়া মতবাদ দিয়ে মানবতার ধর্ম ইসলামকে তুলনা করতে বারন করেন আল্লাম ফুলতলী (রহঃ) এর ছোট ছাহেবজাদা। পাশাপাশি তিনি সিলসিলায়ে ফুলতলীর পক্ষথেকে নদওয়াতুত তামীরের প্রধান হজরত মাওলানা তৈয়ীবুর রহমান বড়ভূইয়ার মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করে পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। প্রতিকুল আবহাওয়া অপেক্ষা করে ভিড়ে ঠাসা মহফিলে ছবাহি মক্তব সহ মাদ্রাসা শিক্ষার বেহাল অবস্থার কথা উল্লেখ করে তা প্রতিকারে সচেষ্ট হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের এইচওডি হজরত মাওলানা ড. মিজাজুর রহমান তালুকদার।

তার আগে দ্বারুল ক্বিরাতের ফাইনাল ক্লাস জামাতে খামিছ ২য় বর্ষ ও ছাদিছ উত্তীর্ণ প্রায় দুই শতাধিক ক্বারীগণকে পাগড়ী প্রদান করা হয়। মহফিলের প্রধান আকর্ষণ হজরত বড় সাহেব কিবলাহ নিজ হাতে তাদের হাতে পাগড়ী তুলে দেন। এ এক মুবারক মুহুর্ত। উপস্থিতিরা এ মুহুর্ত উপভোগ করতে দেখা গেছে।উজানডিহির মাওলানা সায়্যিদ মুস্তাক আহমদ আল-মাদানী ছাহেবর সভাপতিত্বে ও লতিফিয়া দারুল কিরাত সমিতির সম্পাদক অধ্যক্ষ জনাব মওলানা আনোয়ার উদ্দিন তালুকদার ছাহেবর পরিচালনায় আয়োজিত এই মোবারক মহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা আব্দুন নুর, উত্তর পূর্বাঞ্চল যুব আহলে সুন্নতের সভাপতি মাওলানা ক্বারী মুজাহিরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক হজরত মাওলানা আব্দুল আহাদ হানাফি, নর্থইষ্ট লতিফিয়া ক্বারি এসোসিয়েশন (নেলক্ব) এর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান লতিফি, বুন্দাশিল জামে মসজিদের খতিব হজরত মাওলানা মহবুব আহমদ প্রমুখ। মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাণ্টুর বর্তমান পীর ছাহেব হজরত শাহছুফী আতাউর রহমান চৌধুরী ছাহেব।

সুমধুর কন্ঠে কুরআন তিলাওয়াত, হামদ, ও নাত পরিবেশনার মাধমে সূচিত মাহফিলে আরো উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)এর নাতি জনাব মাওলানা সুফিয়ান আহমদ চৌধুরী ফুলতলী, জনাব মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা ফুলতলী, জনাব মাওলানা লুকমান আহমদ চৌধুরী সাদি ফুলতলী, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সম্পাদক জনাব মাওলানা মুহিব আহমদ, করিমগঞ্জ জেলা ইউডিএফের সভাপতি জানাব আজিজুর রহমান তালুকদার, যুব আহলে সুন্নতের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মাওলানা দিলোয়ার আহমদ লস্কর, করিমগঞ্জ জেলা যুব আহলে সুন্নতের সভাপতি মাওলানা জাকির হুসেন, সোনাপুর দ্বারুল ক্বিরাত কেন্দ্রের প্রধানক্বারী মাওলানা তাজিম উদ্দিন তালুকদার, ছুন্নি স্টুডেন্ট ফেডারেশন অব ইণ্ডিয়ার জাতীয় সম্পাদক ক্বারী ছালিক আহমদ লতিফি, হাইলাকান্দি জেলা নেলক্বার সভাপতি মাওলানা আলিম উদ্দিন, সম্পাদক মাওলানা ফখর উদ্দিন , বিশিষ্ট সাংবাদিক আজিজুল হক প্রমুখ।

সংবাদদাতা -রশিদ আহমদ তাপাদার,পাঁচগ্রাম, ভারত

Related Articles