সংবাদ

আল্লামা বড় সাহেব ক্বিবলাহ ফুলতলীর হাত ধরে আসামের সোনাপুরে দারুল হাদীসের যাত্রা শুরু

জনসমুদ্রে পরিণত ভাঙ্গারপারের ইসালে সাওয়াব মহফিল

সোনাপুর দ্বারুল হাদিস ও রিসার্চ সেন্টারের শুভ উদ্বোধন হল শুক্রবার। উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ রাহনুমায়ে শরিয়ত ও তরিক্বত, উসতাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন হজরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ক্বিবলাহ ফুলতলীর ছবক্ব প্রদানের মধ্য দিয়েই কাঙ্খিত লক্ষ্যে যাত্রা শুরু করল সোনাপুর দ্বারুল হাদিস মাদ্রাসা। এ উপলক্ষে আয়োজিত দারসে হাদিস অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন মাদ্রাসার উলামায়ে কেরাম, মাদ্রাসা পড়ুয়ারা অংশ গ্রহণ করেন। এদিন বাদ আছর থেকে ছবক্ব প্রদান শুরু হয়। চলে মাগরিবের পূর্ব পর্যন্ত। আল্লামা ফুলতলী (রহঃ) এর যোগ্য এই উত্তরসুরী হজরত বড় ছাহেব ক্বিবলাহ বুখারী শরিফ থেকে কয়েকটি হাদিসের দরস প্রদান করেন। এ মোবারক দারসে হাদিসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা আব্দুন নূর ছাহেব, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর হজরত মাওলানা ড. মিজাজুর রহমান তালুকদার, ছুন্নি ছবাহী মাদ্রাসা পরিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক হজরত মাওলানা উমর আলী চৌধুরী, আল হিলাল ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাওলানা তাজুল ইসলাম, পীর ছরকি শাহ সিনিওর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা একেএম রাগিব খান, হাইলাকান্দি সিনিওর মাদ্রাসার শিক্ষক মাওলানা আজিজুর রহমান লতিফি, মাওলানা আব্দুল মালিক প্রমুখ।

পাশাপাশি ভাঙ্গারপার বাজার সংলগ্ন মাঠে আয়োজিত হজরত আল্লামা ফুলতলী রহঃ এর ইসালে সাওয়াব মহফিলে প্রধান অতিথি হিসাবে শুভাগমন করেন হজরত আল্লামা বড় ছাহেব ক্বিবলাহ ফুলতলী। সেখানে তিনি ফুলতলী কাফেলার হাজার হাজার মুরিদিন-মুহিব্বিনদের তালিম তরবিয়ত প্রদান করে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। এই মোবারক মহফিলে হজরত বড় ছাহেব ক্বিবলার শিষ্যত্ব গ্রহণ করেন কয়েক হাজার পীর-মাশায়েখ প্রেমীরা। দুরুদ ও নাতে মোস্তাফা পরিচালন কমিটি কর্তৃক আয়োজিত এই মহফিলে বিশেষ অতিথির বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সম্মানিত সভাপতি হজরত আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী।

উজানডিহির পীর ছাহেব হজরত মাওলানা সায়্যিদ মুস্তাক আহমদ আল-মাদানী ছাহেব সভাপতিত্বে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই মহফিলে আরও বক্তব্য রাখেন, রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী, মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা বিলাল আহমদ, প্রফেসর মাওলানা মিজাজুর রহমান তালুকদার প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হজরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ:)এর নাতি জনাব মাওলানা সুফিয়ান আহমদ চৌধুরী ফুলতলী, জনাব লুকমান আহমদ চৌধুরী সাদি ছাহেব ফুলতলী, প্রবীন আলিমে দ্বীন হজরত মাওলানা সামছুজ্জামান চৌধুরী,উত্তরপূর্বাঞ্চল যুব আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা মুজাহিরুল হক চৌধুরী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক সম্পাদক জনাব মাওলানা মুহিব আহমদ, হজরত মাওলানা মুস্তাক আহমদ বদরপুরী, হজরত মাওলানা মুফতি সরফ উদ্দিন,জনাব আজিজুর রহমান তালুকদার প্রমুখ।

সংবাদদাতা: রশিদ আহমদ তাপাদার

Related Articles