আ’মল

সালাতুত্ তাসবীহ নামায পড়ার নিয়ম

প্রিয়নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচা হযরত আব্বাস (রা.) কে সালাতুত্ তাসাবীহ শিক্ষা দিয়েছেন। আর বলেছেন এর দ্বারা পূর্বের-পরের, পুরাতন-নতুন, ভুলে কৃত-ইচ্ছাকৃত, সগীরা-কবিরা, গোপনীয় ও প্রকাশ্য এ দশ ধরনের গুনাহর কাফফারা হয়। তাছাড়া তাকে এটা প্রতিদিন না হয় সপ্তাহে, না হয় মাসে, না হয় বছরে আর না হয় জীবনে একবার হলেও এ নামায পড়তে বলেছেন। (দ্রষ্টব্য : আবু দাউদ, ইবন মাজাহ, ইবন খুযায়মাহ)

সালাতুত তাসাবীহ’র নিয়ম
০ চার রাকা‘আত সুন্নাত নামাযের নিয়ত করবেন।
০ তাকবীরে তাহরীমার পর ছানা (সুবহানাকা আল্লাহুম্মা…) পাঠ করবেন।
০তারপর নিচের তাসবীহ ১৫ বার পাঠ করবেন-
سُبْحَانَ اللهِ وَالْـحَمْدُ لِلّٰهِ وَلَا اِلٰهَ إِلَّا اللهُ وَاللهُ اَكْبَرْ.
০ তারপর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ ও সূরা ফাতিহা পাঠ করবেন।
০ তারপর অন্য যে কোন সূরা মিলিয়ে পড়বেন।
০ তারপর রুকূতে যাবার আগে ১০ বার উপরের তাসবীহ পাঠ করবেন।
০ তারপর রুকূতে গিয়ে রুকূর তাসবীহ পড়ার পর ১০ বার ঐ তাসবীহ পাঠ করবেন।
০ রুকূ থেকে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ পড়ার পর ১০ বার ঐ তাসবীহ পাঠ করবেন।
০ তারপর সিজদায় গিয়ে সিজদাহর তাসবীহ পাঠের পর ঐ তাসবীহ ১০ বার পাঠ করবেন।
০ তারপর দুই সিজদার মধ্যখানের বৈঠকের তাসবীহ পাঠ করে ঐ তাসবীহ ১০ বার পাঠ করবেন ।
০ তারপর দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদাহর তাসবীহ পড়ার পর ঐ তাসবীহ ১০ বার পাঠ করবেন।

এভাবে চার রাকা‘আত নামায পড়বেন। এতে প্রতি রাকা‘আতে ৭৫ বার করে চার রাকা‘আতে মোট ৩০০ বার উপরোক্ত তাসবীহ পাঠ করা হয়।
(বি.দ্র. হাদীসে সালাতুত তাসবীহ’র কয়েকটি পদ্ধতি বর্ণিত হয়েছে। উল্লেখিত পদ্ধতি আত-তারগীব ওয়াত তারহীবে আব্দুল্লাহ ইবনুল মুবারক (র.) থেকে বর্ণিত পদ্ধতিটি নেয়া হয়েছে।)

Related Articles