Featuredসংবাদ

ইংল্যান্ডে “ত্যাগের মহিমায় কারবালা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কারবালার ঘটনাকে কেন্দ্র করে যারা আত্মতৃপ্তি লাভ করে তারাই প্রকৃত মুনাফিক - আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের উদ্যোগে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০১৯) ওল্ডহ্যামের মদীনা মসজিদে “ত্যাগের মহিমায় কারবালা” শীর্ষক এক আলোচনা সভা ও দু‘আ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

তিনি বলেন, কারবালার ঘটনা ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী বর্বরোচিত ঘটনা। কুরআনে কারীমে আল্লাহ পাক জালিমদেরকে অভিশাপ দিয়েছেন, সেই ধারাবাহিকতায় ইয়াজিদও অভিশপ্ত। তিনি বলেন আমরা ইয়াজিদী মুসলমান হতে চাই না, আমরা হুসাইনী মুসলমান হতে চাই। এজন্য কারবালার আলোচনা কেবল মুহররম মাসে নয়, সারা বছর ব্যাপী করতে হবে, যাতে করে কারবালার প্রকৃত শিক্ষা আমাদের জীবনে আমরা প্রতিফলিত করতে পারি। তিনি আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় দৌহিত্র, জান্নাতি যুবকদের সর্দার হাসান এবং হোসাইন (রা.) সহ আহলে বাইতের মহব্বত ঈমানের অবিচ্ছেদ্য অংশ । তাই কারবালার ঘটনাকে যারা রাজনৈতিক যুদ্ধ বলে হুসাইন (রা.) কে দোষারোপ করে ইয়াজিদের প্রশংসায় পঞ্চমুখ হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে আত্মতৃপ্তি লাভ করে তারাই প্রকৃত মুনাফিক।

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সভাপতি মাওলানা আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল ও আনজুমানে আল ইসলাহ ইউকের এডুকেশন ও ট্রেনিং সেক্রেটারি মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, কিথলী জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ফখরুল ইসলাম, ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতীব মাওলানা শাহজাহান মাহমুদ মাদানী।

গ্রেটার ম্যানচেস্টার আল ইসলাহর সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানের উপস্থাপনায় এতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি আব্দুর রহমান, মাওলানা আব্দুল হক্ব, মাওলানা হাফিজ হেলাল উদ্দিন, মুফতী মাওলানা আবদুল ওয়াদুদ, গ্রেটার ম্যানচেস্টার আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা আবদুল হামিদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম এ বাসিত আশরাফ, ট্রেজারার আলহাজ্ব আবুল কালাম, ওর্গেনাইজিং সেক্রেটারি কারী মাহবুবুল ইসলাম লিয়াকত, ওল্ডহ্যাম শাখার সভাপতি হাফিজ মাওলানা আছকির মিয়া, সেক্রেটারি হাফিজ শামসুজ্জামান সুহেল, হাইড শাখার সভাপতি হাজী সানা মিয়া, কিথলী শাখার সভাপতি ইঞ্জিনিয়ার বাবুল মিয়া, ব্রাডফোর্ড শাখার সেক্রেটারি এম এ রব প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কিরামের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল হক, ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা নাসির উদ্দিন, মদীনা মসজিদের ইমাম মাওলানা আবু সালেহ মোহাম্মদ মামুন, শাহপরান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলাম, ওল্ডহ্যাম জামে মসজিদের ইমাম মাওলানা আখতার হোসাইন, মাওলানা লোকমান আব্দাল, মাওলানা রেদওয়ান উদ্দিন, মাওলানা আশিকুর রহমান, মাওলানা আবদুস সালাম, হাফিজ কারী শাহজাহান সহ বিপুল সংখ্যক মুসল্লিয়ানে কিরাম।

Related Articles