Featuredসংবাদ

আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইংল্যান্ডে ঈদে মীলাদুন্নবী র‌্যালী অনুষ্ঠিত

আল্লাহর হাবীবের সুন্নাতের অনুসরণই তাঁর মহব্বতের প্রকৃত পরিচায়ক -আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী

বিশ্বমানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা:) এর আগমন বার্ষিকী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ইংল্যান্ডের নর্থওয়েস্টের বাংলাদেশি কমিউনিটির আয়োজনে ওল্ডহ্যামে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকাবাহী সংগঠন আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন ও দারুল হাদিস লাতিফিয়া নর্থওয়েস্টের ব্যবস্থাপনায় ১৭ নভেম্বর রবিবার অনুষ্ঠিত এ র‌্যালিতে নেতৃত্ব দেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

ওল্ডহ্যাম শাহজালাল মসজিদ থেকে বের হওয়া এ র‌্যালিতে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক নবী প্রেমিকের সমাগম ঘটে। সাদা ও সবুজ রঙের পতাকা এবং বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করে বিভিন্ন বয়সী মানুষেরা যেন মেতে ওঠে এক অনাবিল আনন্দের উৎসবে। ‘তালা’আল বাদরু আলাইনা’, ‘ইয়া নবী সালাম আলাইকা’, ‘শামসুদ্দোহা আস্সালাম’ ইত্যাদি নাশীদের সুর আশিকে রাসূলদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ইংল্যান্ডের আকাশ-বাতাসে ফুঁটিয়ে তোলে অপরূপ সুরের ব্যাঞ্জনা। হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর দু’আর ফসল ইশকে রাসূলে সিক্ত এ মুবারক কাফেলা ওল্ডহ্যামের রাস্তায় রাস্তায় প্রদক্ষিণ করে মুসলিম-অমুসলিম সকলের সামনে তুলে ধরে আল্লাহর রাসূলের আদর্শে উজ্জীবিত শান্তির এক মহান বাণী।

দারুল হাদিস লাতিফিয়া নর্থওস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান এর উপস্থাপনায় অনুষ্ঠিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। তিনি বলেন, ইংল্যান্ডের মত জায়গায় সারওয়ারে কায়েনাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শানে র‌্যালীর মাধ্যমে নবী প্রেমিকগন সালাত ও সালাম প্রেরণ করছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, আল্লাহর হাবীবের প্রতি মুহব্বত প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে তাঁর সুন্নাতের অনুসরণ। আর তাঁর প্রতি সালাত ও সালাম প্রেরণের জন্য স্বয়ং আল্লাহ্ পাক নির্দেশ দিয়েছেন। আজকে এখানে হয়তো এমন কিছু আশেকে রাসূল জড়ো হয়েছেন যাদের সালাত ও সালামের সাথে আমাদের সালাত ও সালাম আল্লাহর হাবীবের দরবারে পৌঁছে যাবে।

এতে বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এবং স্কুল অব এক্সেলেন্স এর প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারি আলহাজ বদরুল ইসলাম, গ্রেটার লন্ডন ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মোহাম্মদ কয়েছুজ্জামান, সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুছ, ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা মুফতী শাহজাহান মাহমুদ, মাওলানা আবদুল হক, মাওলানা মুফতী আবদুর রহমান।

আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা আবদুল মতিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত সভায় আরো বক্তব্য রাখেন গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আলহাজ ময়নুল আমীন বুলবুল, আনজুমানে আল ইসলাহ ইউকের উপদেষ্টা আলহাজ আরজু মিয়া, ম্যানচেস্টার শাহজালাল মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান, আলহাজ আলাউদ্দিন, ওল্ডহ্যাম মদীনা মসজিদের ইমাম মাওলানা আবু সালেহ মামুন, হাইড জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল হামিদ, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের জেনারেল সেক্রেটারি আলহাজ আবদুল মুছাব্বির, আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবদুল বাছিত আশরাফ, ট্রেজারার আলহাজ আবুল কালাম, ওল্ডহ্যাম শাহজালাল মসজিদের ইমাম মাওলানা আবদুল বাছিত, মাওলানা লুৎফুর রহমান, শাহপরান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলাম, ওল্ডহ্যাম জামে মসজিদের ইমাম মাওলানা আক্তার হোসাইন, আনজুমানে আল ইসলাহ ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, হাইড শাখার সভাপতি আলহাজ সানা মিয়া, ওল্ডহ্যাম শাখার সভাপতি হাফিজ আসকির মিয়া, সহ-সভাপতি হাবিবুর রহমান কাইয়ূম, সেক্রেটারি হাফিজ সুহেল আহমদ, ম্যানচেস্টার শাখার সভাপতি আলহাজ ছদরুল আমীন, সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুছ, রচডেল শাখার সভাপতি আবদুল বাছিত, টাওয়ার হ্যামলেটস শাখার সেক্রেটারি কারী আবদুল মুহিত, নিউহ্যাম শাখার সভাপতি আলহাজ আখতার আহমদ, সেক্রেটারি মাওলানা ইনামুল হক, সাউথ লন্ডন শাখার জেনারেল সেক্রেটারি আলহাজ ফয়সল আহমদ, প্লাস্ট ইউনিটের প্রেসিডেন্ট হাফিজ হাবিবুর রহমান, ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা নাসির উদ্দিন, রটেন্সটল জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, দারুল হাদীস লাতিফিয়ার শিক্ষক মাওলানা বেলালুর রহমান, সৈয়দ মোস্তাক মিয়া, আজিজুর রহমান চৌধুরী, এডভোকেট আলী নাওয়াজ, আলহাজ মুবাশির আলী, কারী মাহবুবুল ইসলাম লিয়াকত, হাফিজ হেলাল খান, শেখ টিপু আহমদ প্রমুখ।

Related Articles