সংবাদ
মৌলভীবাজারে নানা আয়োজনে পবিত্র ঈদে মীলাদুন্নবী পালিত
মানুষের সামনে রাসূল (সা.) এর আদর্শ তুলে ধরতে হবে --------মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনের মাধ্যমে উম্মতের নিকট নবীর প্রতি ভালবাসা মযবুত হয়। যুগে যুগে মীলাদুন্নবী (সা.) ছিল, কিন্তু উদযাপন পদ্ধতি ছিল ভিন্ন। পদ্ধতি পরিবর্তনের কারণে মীলাদুন্নবী নেই একথা আদৌ যৌক্তিক নয়। তিনি তালামীয কর্মীদের উদ্দেশ্যে বলেন, মীলাদুন্নবী পালনের মাধ্যমে মানুষের সামনে রাসূল (সা.) এর আদর্শ তুলে ধরতে হবে। পাশাপাশি নবীর আদর্শের অনুসারী হয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রে সর্বাত্মক ত্যাগের মাধ্যমে দ্বীনের খেদমত আঞ্জাম দিতে হবে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র্যালীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলে বলেন।
শনিবার (২৩ নভেম্বর) শহরের পৌর জনমিলন কেন্দ্রে শাখার আহ্বায়ক আব্দুল জলীলের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিয জিল্লুর রহমান ও সদস্য কাওছার আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী, হাফিয মোঃ আবুল হোসেন, জেলা সভাপতি মুফতি মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম, সহ সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক আহমদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা বশির আহমদ, মাওলানা মুফতি রুহুল আমিন, প্রচার সম্পাদক মাওলানা ফজলুল হক খান সাহেদ, সহ প্রচার সম্পাদক মাওলানা ফয়জুল আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা শফিকুল আলম সুহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর তালামীযের সভাপতি মোঃ মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, টাউন কামিল মাদরাসা সভাপতি সৈয়দ সাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিয নাফিউল ইসলাম, সরকারি কলেজ তালামীযের সভাপতি দেলোয়ার হোসেন সিবার, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ, সদর উপজেলা সভাপতি মুজিব আজহার, সাধারণ সম্পাদক নাছির খান, রাজনগর উপজেলা সভাপতি হাফিয মামুন আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসাইন মিতুল, কমলগঞ্জ উপজেলা সভাপতি এনামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি শামছুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক আফজাল হোসাইন সাজু, জুড়ি উপজেলা সভাপতি আইনুদ্দীন আলী, সাধারণ সম্পাদক জয়নাল আরিফ ও বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।