সংবাদ
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
পুরস্কার বিতরণী আগামী ১৫ জানুয়ারি

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠিত হাফিযিয়া মাদরাসাসমূহের পরিচালনাকারী সংগঠন ‘ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড’ এর ‘প্রতিভার সন্ধানে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০১৯’ এর চূড়ান্ত পর্ব গতকাল ৯ জানুয়ারি, ২০২০, বৃহস্পতিবার সিলেট নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল (এম.এ) কামিল মাদরাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সকাল ১০.০০টায় শুরু হওয়া ব্যতিক্রমী এ অনুষ্ঠান উদ্বোধন করেন বোর্ডের সভাপতি, উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম মনোওর আলী, জালালপুর জালালিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা জ উ ম আব্দুল মুনঈম, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, পাঠাগার সম্পাদক হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন ও সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বেলাল আহমদ, কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ ও কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন বোর্ডের এসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী ও প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন বাদেদেওরাইল ফুলতলী কামিল এম.এ মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নজমুল হুদা খান।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পরীক্ষক হিসেবে ছিলেন ভুরকী হাবিবিয়িা হাফিযিয়া দাখিল মাদরাসার শিক্ষক হাফিয শফিকুর রহমান, কলাবাগান লতিফিয়া হাফিযিয়া মাদরাসার শিক্ষক হাফিয আব্দুন নূর, দি কুরআনিক হোম সিলেট-এর প্রিন্সিপাল হাফিয মাওলানা ফয়েজ আহমদ, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফযুল কুরআন মাদরাসার শিক্ষক হাফিয আবু সাঈদ মো. সেলিম ও লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট-এর শিক্ষক হাফিয মাওলানা জাহাঙ্গীর আলম।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট আল কুরআন মেমোরাইজিং সেন্টার-এর প্রিন্সিপাল মাওলানা ইমরান উদ্দিন চৌধুরী, টিবি গেইট ইসলামিয়া মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা কুতবুল আলম, খাজা এয়ার লাইনার এর স্বত্ত্বাধিকারী মাওলানা মঈন উদ্দিন জালালাবাদী, ফুলতলী লতিফিয়া এতীমখানা হিফযুল কুরআন মাদরাসার শিক্ষক হাফিয আশিকুর রহমান, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিয ফাতির আহমদ, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলার সভাপতি হাফিয আব্দুল কাদির, সাধারণ সম্পাদক কারী মাহবুবুল ইসলাম আঙ্গুর মিয়া, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হাফিয মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামী, সিলেট মহানগর শাখার সভাপতি হাফিয সৈয়দ দেলওয়ার হুসাইন প্রমুখ।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ীরা হলেন, হিফয ইবতেদায়ী শ্রেণিতে প্রথম স্থান ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলাধীন বিসকা নূরে মদীনা হাফিযিয়া এতিমখানা মাদরাসার ছাত্র মো. সজিব হুসেন, দ্বিতীয় স্থান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন ঝামক ইসলাময়িা হাফিযিয়া মাদরাসার ছাত্র আলী আহমদ, তৃতীয় স্থান লাভ করেছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন মন্দিরগাঁও লতিফিয়া মান্নানিয়া হাফিযিয়া মাদরাসার ছাত্র নাহিদ আহমদ।
হিফয মাধ্যমিক শ্রেণিতে প্রথম স্থান হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলাধীন মিরানশাহ র. হিফযুল কুরআন মাদরাসার ছাত্র মো. শাহাদাত হুসাইন, দ্বিতীয় স্থান মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাধীন রহমানিয়া টুকা হাফিযিয়া দাখিল মাদরাসার ছাত্র মাহফুজ আহমদ, তৃতীয় স্থান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন ঝামক ইসলামিয়া হাফিযিয়া মাদরাসার ছাত্র মো. আলীম উদ্দিন।
হিফয উচ্চ মাধ্যমিক শ্রেণিতে প্রথম স্থান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন ঝামক ইসলামিয়া হাফিযিয়া মাদরাসার ছাত্র হুসাইন আহমদ, দ্বিতীয় স্থান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন ইয়াকুবিয়া হিফযুল কুরআন মাদরাসার ছাত্র মাছুম আহমদ, তৃতীয় স্থান সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলাধীন মন্জলাল দারুল হিফয ও দারুল কিরাত মাদরাসার ছাত্র মুনজির আব্দুস সামী।
হিফয তাকমিল শ্রেণিতে প্রথম স্থান মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাধীন রহমানিয়া টুকা হাফিযিয়া দাখিল মাদরাসার ছাত্র মো. মিজানুর রহমান, দ্বিতীয় স্থান সিলেট জেলার বিশ্বনাথ উপজেলাধীন ভুরকী হাবিবিয়া হাফিযিয়া দাখিল মাদরাসার ছাত্র মো. আজিজুর রহমান, তৃতীয় স্থান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন ইয়াকুবিয়া হিফযুল কুরআন মাদরাসার ছাত্র মুহাম্মদ শুয়াইবুর রহমান।
বিজয়ীদের আগামী ১৫ জানুয়ারি ২০২০ ইং তারিখে ফুলতলীতে অনুষ্ঠিতব্য হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিলে পুরষ্কার প্রদান করা হবে।