মনীষা
জকিগঞ্জের প্রবীন আলিমে দ্বীন মাওলানা আজিজুর রহমান এর ইন্তেকাল : সংক্ষিপ্ত জীবনালেখ্য
মাওলানা মোঃ ফদ্বলুর রহমান

না ফেরার দেশে পাড়ি জমালেন জকিগঞ্জের কীর্তিমান ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা মোঃ আজিজুর রহমান (দুদু মাওলানা) সাহেব। সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার হাইদ্রাবন্দ গ্রামের বাসিন্দা জনাব মাওলানা আজিজুর রহমান ছাহেব রাহমাতুল্লাহি আলাইহি ১৯৪২ খ্রীস্টাব্দের মার্চ মাসে জকিগঞ্জ পৌরসভার হাইদ্রাবন্দ গ্রামে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা আলহাজ্ব তৈয়ব আলী তাপাদার এবং মাতা রোকিয়া খাতুন।
শিক্ষাজীবনে তিনি ফুলবাড়ি আজিরিয়া মাদরাসা, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা এবং সিলেট সরকারি আলিয়া মাদরাসায় অধ্যয়ন করেন। তিনি ১৯৫৮ খ্রীস্টাব্দে আলিম, ১৯৬১ খ্রীস্টাব্দে ফাজিল ও মেট্রিকুলেশন এবং ১৯৬৩ খ্রীস্টাব্দে কামিল পাশ করেন।
১৯৬১ সালে স্বীয় পীর ও মুর্শিদ যামানার মুজাদ্দিদ শামসুল উলামা হজরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) এর নির্দেশনায় ঐতিহ্যবাহী বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসায় প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এর পর ১৯৬৪ সালে ইছামতি উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে যোগদান করেন। ১৯৬৬ সালে তিনি জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে হেড মৌলভী পদে যোগদান করেন। এর পূর্বে তিনি কিছু দিন চট্টগ্রাম একটি সরকারি হাইস্কুলে এবং মৌলভী বাজার সরকারি হাইস্কুলে শিক্ষকতা করেন। ১৯৮২ সালে শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহমাতুল্লাহি আলাইহি তাঁরই প্রতিষ্ঠিত লন্ডনস্থ মাদরাসা-ই-দারুল কিরাত মজিদিয়ায় (বর্তমান দারুল হাদীস লতিফিয়া) প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত করে সেখানে পাঠান। ১৯৮৬ সাল থেকে তিনি বৃটেনের ক্যান্ট, ম্যানচেস্টার, লেস্টার, বার্মিংহাম ও আক্সব্রিজ এলাকার বিভিন্ন জামে মসজিদে ইমাম ও খতীব হিসেবে অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ২০০৭ সাল থেকে তিনি লন্ডনে অবসর জীবন যাপন করছিলেন।
মাওলানা আজিজুর রহমান ছাহেব রাহমাতুল্লাহি আলাইহি একজন ঈমানদীপ্ত সুলেখক ছিলেন।ইতিপূর্বে ইংরেজি ভাষায় তাঁর লেখা ৪টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হলো-
১.THE BOOK OF IMAN PART 1 (প্রকাশকাল ১৯৯৫)
২. THE BOOK OF IMAN PART 2 (প্রকাশকাল ১৯৯৬)
৩. THE PROPHET OF THE PROPHETS (প্রকাশকাল ১৯৯৭)
৪. ESSENTIALL READING FOR MUSLIM
মাওলানা আজিজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি জকিগঞ্জের বীরশ্রীর সিঙ্গাইরকুড়ি ছাহেব বাড়িস্থ বরকতপুর মান্নানিয়া দাখিল মাদরাসা সংলগ্ন স্থানে নিজ অর্থে ভূমি ক্রয় করে একটি মনোরম মসজিদ নির্মান করে দিয়েছেন। জকিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ লতিফিয়া আবাসিক এলাকায় অবস্থিত লতিফিয়া জামে মসজিদের সমুদয় ভূমি দান করেছেন। তিনি বীরশ্রীর খালপার মান্নানিয়া রশিদিয়া হাফিজিয়া মাদরাসার সার্বিক তত্ত্বাবধান ও ব্যয়ভার পরিচালনায় সর্বাধিক সহযোগিতা করতেন। হযরত মাওলানা মোঃ আব্দুল মান্নান পীর ছাহেব সিঙ্গাইরকুড়ি রাহমাতুল্লাহি আলাইহির মাযারের পাশের ভূমিটিও নিজ অর্থে ক্রয় করে দিয়েছেন। এ ছাড়া দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বীরশ্রী খালপার শাখা, দক্ষিন বিপক শাখা, বরকতপুর মান্নানিয়া দাখিল মাদরাসা শাখা পরিচালনায় প্রতি মাহে রামাদ্বানে সর্বাত্মক সহযোগিতা করতেন। তিনি খুবই চুপে চুপে এ সব দান ছদকাহ করতেন। বিরল এ মহান দানবীর জীবনের শেষ বেলায় হাইদ্রাবন্দস্থ নিজের সাজানো বাড়িটি ছদকাহ করে গিয়েছেন রাহে লিল্লাহে। যতটুকু জানতে পেরেছি তাঁর ছেলে মেয়ে সহ সুযোগ্য উত্তরাধিকার কেউ তাতে আপত্তি করেন নি। তিনি জীবনে ইসলামের বহুবিদ খিদমত করেছেন।
মরহুম মাওলানা মোঃ আজিজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি দু’জন স্ত্রী, সাত মেয়ে ও দু’ছেলে রেখে গেছেন। প্রখ্যাত ওলীয়ে কামিল হজরত মাওলানা আবদুল মান্নান সিঙ্গাইরকুড়ি (রহ) এর জামাতা ছিলেন তিনি।
প্রবীন এ আলেমে দ্বীন বিশ্ব বিখ্যাত ওলী শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহমাতুল্লাহি আলাইহি এবং শায়খুল হাদিস হযরত আল্লামা মোঃ হবিবুর রহমান ছাহেবের অত্যন্ত স্নেহভাজন ছিলেন। মাওলানা আজিজুর রহমান ছাহেব রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবে হানাফী এবং মাসলাকে ফুলতলীর একনিষ্ঠ অনুসারী এবং খাদিম ছিলেন। তিনি স্বীয় পীর ও মুর্শিদ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহমাতুল্লাহি আলাইহির এত ভক্ত ও অনুগত ছিলেন যে, এক সময় তিনি হাইদ্রাবন্দে নিজের সুবিশাল বাড়ি থাকা সত্ত্বেও ছাহেব কিবলার বাড়ির পাশে মনসুুুুরপুুুরে একটি বাড়ি নির্মান করেন কেবল ফুলতলী ছাহেব কিবলাহর প্রতিবেশি হওয়ার গৌরব অর্জনের নিমিত্তে। তিনি মাত্র ৯ বছর বয়স থেকেই আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহমাতুল্লাহি আলাইহির ভক্ত ও অনুগত হয়ে পড়েন। জীবনের গতিপথের অধিকাংশ সময়ই আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহমাতুল্লাহি আলাইহির গুণকীর্তন করতেন এবং ছাহেব কিবলাহ রাহমাতুল্লাহি আলাইহির বাতলে দেয়া পথে চলার পরামর্শ দিতেন।
বিদগ্ধ এ আলিমে দ্বীনের কথা কাজ খুবই সুস্পষ্ট ছিল। কাউকে কিছু বলতে হলে পক্ষে হোক বা বিপক্ষে তিনি সম্মুখেই বলতেন। হযরত মাওলানা আজিজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি শায়খুল হাদিস হযরত আল্লামা মোঃ আব্দুল জব্বার গোটারগ্রামী রাহমাতুল্লাহি, হযরত আল্লামা মোঃ শুয়াইবুর রহমান বালাউটি রাহমাতুল্লাহি আলাইহি এবং হযরত আল্লামা মোঃ মোজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী রাহমাতুল্লাহি আলাইহির সহপাঠি ছিলেন। ১৪ ডিসেম্বর ২০২০ তারিখ সোমবার ভোরে তিনি লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের আ’লা মাকাম দান করুন। আমিন।
লেখকঃ প্রতিষ্ঠাতা সহসভাপতি জকিগঞ্জ লেখক পরিষদ, শিক্ষক- জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা, সিলেট।