Featuredমনীষাসংবাদ

শাইখুল হাদীস হযরত আল্লামা হবিবুর রহমান (র.) এর জানাযায় লাখো জনতার ঢল

তিনি ছিলেন সুন্নতে নববীর মূর্ত প্রতীক, হাদীসে নববীর একনিষ্ঠ খাদিম

লাখো মানুষের উপস্থিতিতে নিজ গ্রাম জকিগঞ্জের রারাই এর উত্তর মাঠে অনুষ্ঠিত হলো উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ শাইখুল হাদীস হযরত আল্লামা হবিবুর রহমান ছাহেব (রহ) এর জানাযার নামায। ‘মুহাদ্দিস ছাব’ নামে সর্বসাধারণের নিকট পরিচিত এ মনীষীর জানাযায় সিলেটসহ সারাদেশের আলিম-উলামা, শিক্ষাবিদ, রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন। মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর উপস্থিতিতে ও তাঁর নির্দেশে জানাযার নামাযে ইমামতি করেন মরহুমের বড় ছেলে দারুল হাদীস লাতিফিয়া লন্ডন এর শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল হেলাল।

বড় ছাহেব মুহাদ্দিস ছাহেব এর জানাযায়

জানাযার পূর্বে বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ, সৎপুর কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, ভারতের রফিনগরের সায়্যিদ হিফজুর রাহমান মিশকাত, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন ড. রইছ উদ্দিন, অধ্যক্ষ কবি কালাম আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবূ জাফর নুমান, ইছামতি কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, বুরাইয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন, সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবূ ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, গোবিন্দগঞ্জ ফজলিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, শাহজালাল জামেয়া, পাঠানটুলা সিলেট এর উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান, সাবেক সাধারণ সম্পাদক হাফিয মাওলানা কয়েছুজ্জামান, আনজুমানে আল ইসলাহ ইউএসএ নেতা মো. মোখলেসুর রহমান, ইউকে আল ইসলাহ নেতা মাওলানা আব্দুল কুদ্দুছ, ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ আজিজুর রহমান তালুকদার প্রমুখ।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সিলেট মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা ও মাওলানা বেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত জানাযাপূর্ব আলোচনায় বক্তারা বলেন, শাইখুল হাদীস আল্লামা হবিবুর রহমান (র.) ছিলেন সুন্নতে নববীর মূর্ত প্রতীক। তিনি আলিমে বা-আমল ও ইবাদতগুজার বান্দা ছিলেন। দারস-তাদরীস ও কিতাব অধ্যয়নে দিন-রাতের বেশিরভাগ সময় অতিবাহিত করতেন। শেষ রাতে তাহাজ্জুদে নিমগ্ন হতেন। তিনি সারাজীবন রাসুল ﷺ এর সুন্নাতকে আঁকড়ে ধরেছেন। হাদীসে নববীর খিদমাত আঞ্জাম দিয়েছেন। তিনি ছিলেন ইলমে হাদীসের অনন্য দিকপাল, তরীকতের একজন শ্রেষ্ঠ বুযুর্গ ও উচুস্তরের একজন ওলীআল্লাহ। তিনি সারাজীবন কুরআন-সুন্নাহ’র প্রচার-প্রসার ঘটিয়েছেন, গোমরাহীর বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি প্রতিটি ক্ষেত্রে রাসুল ﷺ এর ইত্তেবা করে গেছেন। একজন মুমিনের জন্যে যত উন্নত গুণাবলি থাকা প্রয়োজন তাঁর মাঝে এসবই ছিল। তাঁর ইন্তিকালে দ্বীনী অঙ্গনে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।

জানাযার ভিডিও লিংক : https://youtu.be/LGI8S58elTI

নজমুদ্দীন চৌধুরী ফুলতলী

জানাযায় উপস্থিত ছিলেন হযরত মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী, মুফতী মাওলানা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী, সাবেক এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ সিনিয়র মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহীম, মাথিউউরা সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল আলিম, জালালপুর জালালিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম, স্কুল অব এক্সেলেন্স-এর প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মো. দুলাল আহমদ, রাখালগঞ্জ সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা হবিবুর রহমান, মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, জকিগঞ্জ সিনিয়র মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা মোশাহিদ আহমদ কামালী, ভূরকী হাবিবিয়া হাফিযিয়া মাদরাসার বড়হুজুর হাফিয আব্দুশ শহীদ, জকিগঞ্জ বাজার জামে মসজিদের খতীব মুফতী মাওলানা আবুল হাসান, আমেরিকা প্রবাসী হাফিয মাওলানা আবূ আবদিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন, মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, মাওলানা আখতার হোসাইন জাহেদ, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, বিশ্বনাথ আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, রাখালগঞ্জ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী, হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, ছাতক জালালিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, আক্তাপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মইনুল হক, এলাহাবাদ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবূ তাহির হোসাইন, চিলাউড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপু, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান শাহেদ, দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইউকের ম্যানচেস্টার শাহজালাল মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আলহাজ ময়নুল আমীন বুলবুল প্রমুখ। এছাড়াও দেশের প্রখ্যাত আলিম-উলামা, শিক্ষাবিদ, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব হুযুরের জানাযা

জানাযার পূর্বে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আউয়াল হেলাল ও শেষে মুনাজাত করেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। নিজ বাড়িতে তাঁরই প্রতিষ্ঠিত আল হাবীব জামে মসজিদের পাশেই সমাহিত করা হয় ইলমে হাদীসের এই একনিষ্ঠ খাদিমকে।

আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব হুযুরের জানাযা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *