আ’মলপ্রশ্নোত্তর

প্রশ্নঃ একই সফরে একাধিক ওমরাহ আদায় করা যায় কি?

প্রশ্নঃ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। একই সফরে একাধিক ওমরাহ আদায় করা যায় কি? জানা খুব জরুরী।

উত্তরঃ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ

জী, আপনি যতবার ইচ্ছা ওমরাহ আদায় করতে পারেন। মক্কায় থাকাকালীন একাধিক উমরাহ করতে চাইলে প্রতিবার তানঈম এলাকায় মসজিদে আয়েশাতে গিয়ে (কিংবা হারাম সীমার বাইরে যেকোন এলাকা থেকে) ইহরামের নিয়ত করে হারামে প্রবেশ করে ওমরাহর কাজ (তাওয়াফ, সাফা ও মারওয়ার মধ্যে সাঈ এবং চুল কামানো/খাটো করা) আদায় করার মাধ্যমে নতুন উমরাহর সওয়াব লাভ করতে পারবেন।

হানাফী, শাফিঈ এবং মালিকী মাযহাবে এবং হাম্বলী মাযহাবের এক মত অনুযায়ী একই সফরে একাধিক ওমরাহ করার অনুমতি রয়েছে; বিশেষ করে যারা বিদেশ থেকে আসেন এবং অদূর ভবিষ্যতে আবার সফর করার বিষয়ে অনিশ্চিত থাকেন। (উমদাতুল কারি, ফাতাওয়া হিন্দিয়া, আল-মাজমু’ লিন নববী, আল-মুগনি)

হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, “তোমরা পরপর হজ এবং ওমরাহ পালন করো!” (মুসনাদে আহমাদ, তিরমিযী, ইবনে খুজাইমাহ)

তিনি আরও বলেছেন, “এক ওমরাহ থেকে পরবর্তী ওমরাহ মধ্যবর্তী সকল গোনাহর জন্য কাফফারা হয়ে যায়।” (সহীহ বুখারি)

বুখারী শরীফে এসেছে, যখন হযরত আয়েশা (রাঃ) [একই সফরে] অতিরিক্ত ওমরাহ আদায় করার ইচ্ছা পোষণ করলেন, তখন নবী করীম ﷺ তাঁর ভাই আবদুর রহমান (রা) কে বললেন, “হারামের সীমানা থেকে বের হয়ে তোমার বোনকে ওমরাহর নিয়ত করিয়ে আনো।” (সহীহ বুখারি)

বর্ণিত আছে যে, আলী ইবনে আবি তালিব (রা.) প্রতি মাসে ওমরাহ করতেন। (বায়হাকী, আল-তামহীদ, মুসনাদ আল-শাফী, মুসান্নাফ ইবনে আবী শায়বাহ, ইবনে আবদ আল-বার)

ইবনে ওমর (রা.) তার জীবদ্দশায় ১০০০ টি ওমরাহ এবং ৬০টি হজ পালন করেছেন। (মাওয়াহিব আল-জলীল, বায়হাকী)

এমনও একটি বর্ণনা রয়েছে যে, হযরত আলী (রা) এবং ইবনে ওমর (রা.) মক্কায় প্রতিদিন একটি করে ওমরাহ করতেন। (বায়হাকী)

উপরোক্ত হাদীসগুলোর ভিত্তিতে এবং মাযহাবের ইমামগনের মতামতের প্রেক্ষিতে একই সফরে একাধিক ওমরাহ আদায়ের বৈধতা প্রমাণিত হয়েছে।

জাযাকাল্লাহ খাইর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *