বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহাতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ও আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দীকা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দলের দুই মুখপ্রাত্র অবমাননাকর মন্তব্য করে বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। সারা পৃথিবীতে তার প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশেও হচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্য, সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো প্রতিবাদ-প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। তিনি ভারতে মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে অবমাননার প্রতিবাদে অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানিয়ে বলেন, ভারতের ইসলাম এবং নবী বিদ্বেষী এই কুলাঙ্গারদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করণের লক্ষ্যে ভারত সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি মুসলমানদের গ্রেফতার-নির্যাতন ও নিপীড়নসহ সকল প্রকার জুলুম বন্ধ করতে হবে।
আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী গত মঙ্গলবার (১৪ই জুন) আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আরো বলেন, আনজুমানে আল ইসলাহ ইউকে দ্বীন ও মানবতার সেবায় নিবেদিত একটি কাফেলা। একমাত্র আল্লাহর ইবাদত, রাসূলের অনুসরণ, দ্বীনের প্রসার ও খেদমতে খালক এই চারটি মূলনীতিকে ভিত্তি করে মানব জীবন গঠনের দীক্ষাই হচ্ছে আনজুমানে আল ইসলাহর মূল প্রতিপাদ্য বিষয়। শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর আদর্শ অনুসরণে হযরত বড় ছাহেব কিবলাহ ফুলতলীর মানবসেবার দৃষ্টান্ত অনুসরণে এগিয়ে আসার জন্য তিনি আল ইসলাহ কর্মীদের প্রতি আহবান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা এমএ কাদির আল হাসান এবং দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্ট এর প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী।
সাধারণসভা পরবর্তী কাউন্সিলে বিভিন্ন শাখার প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মাওলানা আবদুল মতিনকে প্রেসিডেন্ট, মাওলানা খায়রুল হুদা খানকে জেনারেল সেক্রেটারি এবং মুবাশি^র আলীকে ট্রেজারার করে ২০২২-২০২৫ সেশনের জন্য আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন ভাইস প্রেসিডেন্ট মাওলানা আবদুল হামিদ, মোহাম্মদ নূরুজ্জামান খান, মোহাম্মদ আবুল কালাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম, ওর্গেনাইজিং সেক্রেটারি মোহাম্মদ আলী ছালিক, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুছ, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি হাবিবুর রহমান কাইয়ূম, ট্রেনিং এন্ড এম্পলয়মেন্ট সেক্রেটারি মোহাম্মদ আবদুর রব, ওয়েলফেয়ার সেক্রেটারি কারী খলিল আহমদ রওনক, মেম্বারশিপ সেক্রেটারি মাওলানা বেলালুর রহমান, এক্সিকিউটিভ মেম্বার মাওলানা এমএ বাছিত আশরাফ, কারী আবুল হোসাইন, হাজী আবদুল বাছিত এবং হাফিয হেলাল খান।
মাওলানা মুফতী আবদুর রহমান এর সভাপতিত্বে ও মাওলানা এমএ বাছিত আশরাফের পরিচালনায় অনুষ্ঠিত প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন আল ইসলাহ ইউকের অন্যতম উপদেষ্টা হাজী আরজু মিয়া, ম্যানচেস্টার শাখার সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস, ওল্ডহ্যাম শাখার সভাপতি হাফিয মাওলানা আসকির মিয়া, হাইড শাখার সভাপতি মাওলানা আবদুল হামিদ, ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কুতুবুদ্দীন, মাওলানা রফিক আহমদ, আলহাজ আবদুল মুছাব্বির, হাজী আবদুল আহাদ, হাফিয শামসুজ্জামান সুহেল, মাহবুবুল ইসলাম লিয়াকত, মাওলানা নাসির উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কিরাত পাঠ করেন হাফিজ ইয়াহইয়াউর রহমান এবং নাশীদ পরিবেশণ করেন হাফিয মুহিউদ্দীন রায়হান।